।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিলে হিলিতে সীমান্ত হাট বসতে সহযোগিতার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। রোববার (২৮মে) দুপুরে হিলি সীমান্ত পরিদর্শন শেষে দুই সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে মহাপরিচালক মেজর জেনারেল হিলি সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছান। এ সময় বিএসএফ সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএসএফ সদস্যদের সঙ্গে ভারতের অভ্যন্তরে বৈঠক করেন তিনি।
বিজিবির মহাপরিচালক বলেন- বিজিবি নিজ দেশের জন্য সব সময় নিরলসভাবে কাজ করছে। আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছি। দুই বাহিনীর মধ্যে কোনো সমস্যা থাকলে আমরা সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। আগে থেকেই দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় আছে। এছাড়া হিলি সীমান্তে বাণিজ্য মন্ত্রণালয় সীমান্ত হাট বসাতে চাইলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বৈঠকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলান্ত রায় শর্মা, রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার উপস্থিত ছিলেন। আর বিজিবির পক্ষ থেকে বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আশগর, জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।