।।নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত।
আজ রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগেই শচীন-বিরাট সাক্ষাৎ।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বাকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি। মুম্বাইয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন শচীন। এদিন ম্যাচের আগেই তাই বিশেষ বার্তাসহ নিজের এক জার্সি বিরাটকে উপহার দিয়েছেন ভারতের এ কিংবদন্তি।
বিরাটকে দেওয়া জার্সিতে শচীন লিখেছেন, ‘তুমি আমাদের গর্বিত করেছো।’ সেই সঙ্গে জার্সিতে সচীনের স্বাক্ষরও ছিল। ম্যাচ শুরুর আগেই বিরাটের হাতে এই জার্সি তুলে দেন শচীন।
শচীন তেন্ডুলকরকে বরাবরই নিজের আইডল মেনে এসেছেন বিরাট কোহলি। ওয়াংখেড়েতে নিউজিল্য়ান্ডের বিপক্ষে শতরান হাঁকিয়ে শচীনকে পেছনে ফেলার পরও নত হয়ে ‘মাস্টার ব্লাস্টার’কে কুর্নিশ জানান। তাই স্বাভাবিকভাবেই শচীনের জার্সি হাতে পেয়ে বিরাটকে বেশ উচ্ছ্বসিত দেখায়।