আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটের মেয়ে সুরভীকে সংবর্ধনা প্রদান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ জুন ২০২৩ @ ১২:৩১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুন ২০২৩@১২:৩২ অপরাহ্ণ
লালমনিরহাটের মেয়ে সুরভীকে সংবর্ধনা প্রদান

।।ষ্টাফ রিপোর্টার।।

গত ৬ জুন ঢাকায় টিচার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর লোকসংগীত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের ‘ঘ’ গ্রুপের অংশ গ্রহণ করে রংপুর অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদ এর গাওয়া ভাওয়াইয়া গান “ও মোর কালারের কালা —“পরিবেশনের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন সুরভী রাণী রায় (২১)।

তারই ধারাবাহিকতায় ১৫ই জুন বৃহস্পতিবার সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সুরভীকে সংবর্ধনা জানানো হয়েছে। লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরভী।

তার এমন সাফল্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সবাই অনেক খুশি। সুরভী লালমনিরহাট সদরের বড়বাড়ি ইউনিয়নের ছাটহরনারায়ন গ্রামের সুবীর চন্দ্র রায়(৪৩) মেয়ে। পরিবার ৫ ভাই-বোনের মধ্যে সুরভী বড়।

অনুষ্ঠানে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ,বি,এম ফারুক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানের গীতিকার ও সুরকার অনন্ত কুমার দেব,ভূপতিভূষণ বর্মা এবং সত্যেন্দ্রনাথ রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুরভীর বাবা ও মা ফুলমতি রানী(৩৯)। পড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights