আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এবার কমলো স্বর্ণের দাম

এবার কমলো স্বর্ণের দাম

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০টাকা কমানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৬হাজার ৬৯৫টাকা। সোমবার থেকে এই দাম কার্যকর করা হবে। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী- ২২ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০টাকা কমিয়ে ৯৬হাজার ৬৯৫টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৯৮হাজার ৪৪৪টাকায়। আবার, ২১ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১হাজার ৬৩৩টাকা কমিয়ে ৯২হাজার ৩২১টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার পর্যন্ত ৯৩হাজার ৯৫৪টাকায় বিক্রি হচ্ছে এই মানের স্বর্ণ। আর ১৮ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১হাজার ৩৯৯টাকা কমিয়ে ৭৯হাজার ১৪০টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের ভরির দাম দিতে হচ্ছে ৮০হাজার ৫৩৯টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬টাকা কমিয়ে ৬৫হাজার ৯৬০টাকা করা হয়েছে। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণ ৬৭হাজার ১২৬টাকায় বিক্রি হচ্ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights