আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুদানে অস্ত্রের গুদাম ঘিরে জোর লড়াই, জ্বলছে তেল স্থাপনা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ১১:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@১১:১৯ পূর্বাহ্ণ
সুদানে অস্ত্রের গুদাম ঘিরে জোর লড়াই, জ্বলছে তেল স্থাপনা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সুদানের রাজধানী খার্তুমের এক তেল স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া গুরুত্বপূর্ণ এক অস্ত্র গুদাম দখলে নিতে লড়াই জোরালো করেছে যুদ্ধরত পক্ষগুলো। আরব স্যাটেলাইট চ্যানেলের লাইভ ফুটেজে বুধবার দেখা গেছে, তেল স্থাপনাটিতে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই স্থাপনাটি একটি সামরিক ঘাঁটি এবং অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে অবস্থিত।

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াই চলছে। এরই মধ্যে খার্তুমের তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। এই তেল স্থাপনাটির মালিক আফ্রিকার অন্যতম বড় অস্ত্র প্রতিষ্ঠান। ইয়ারমুক আবাসিক এলাকায় পরিচালিত হয় প্রতিষ্ঠানটি। সেখানকার বাসিন্দাদের আশঙ্কা এই আগুন শেষ পর্যন্ত দক্ষিণ খার্তুমের পুরো এলাকাকে গ্রাস করতে পারে।

গত মঙ্গলবার গভীর রাতে একটি সামরিক ঘাঁটি ঘিরে থাকা স্থাপনার নিয়ন্ত্রণ নিতে লড়াই শুরু করে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আট সপ্তাহে পড়া এই লড়াইয়ের কারণে লুটপাট ও অরাজকতা ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তীব্র লড়াইয়ে পিছু হটার আগে সেখানে আক্রমণ করে আরএসএফ। এখনো ভারী কামান, বিমান হামলা এবং ছোট অস্ত্রের গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন তারা।

গত ১৫ এপ্রিল খার্তুমে সংঘাত শুরু হওয়ার পর খার্তুমের কিছু অংশ দখল করে নেয় আরএসএফ। বিমান হামলা ও কামানের গুলিতে তাদের খুব সামান্যই বিতাড়িত করতে পেরেছে সেনাবাহিনী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights