আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সানি লিওন পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৮ নভেম্বর ২০২৩ @ ১২:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৩@১২:৪৩ অপরাহ্ণ
সানি লিওন পূজা দিতে গিয়ে কটাক্ষের শিকার

।।বিনোদন ডেস্ক।।

বহু বছর আগে পর্নো দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি সানি লিওনের। এখনো তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। এবার পূজা দিতে গিয়েও কটাক্ষের শিকার হতে হলো তাকে।

নেটিজেনদের মতে, পাপ ধুতে এসেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে সাবেক আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে সানি লিওনকে। অভিষেকের সঙ্গে বারানসিতেও গিয়েছিলেন সানি। তার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন লিওন। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রমোশন করতে বারানসি গেছেন তারা।

সানি লিওনকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন ওই এলাকায়। পূজার রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে।

এদিকে সানির ওই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এলো।” একজন লিখেছেন, “একশ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।

সংবাদমাধ্যমকে সানি লিওন জানিয়েছিলেন, আমাকে সবাই পর্নোস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। আমি শুধুই পর্নোস্টার নই !

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights