আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে নি‌খোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ নভেম্বর ২০২৩ @ ০৭:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৩@০৭:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে নি‌খোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধার

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নৌকা থেকে নদী‌তে পড়ে গি‌য়ে নি‌খোঁজের এক দিন পর মো. র‌য়েচ মিয়া (৪৫) নামে এক মা‌ঝির মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস।

শুক্রবার (১৭ নভেম্বর) বি‌কে‌লে উপজেলার নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিল এলাকা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

রয়েচ মিয়া জেলার ইটনা উপ‌জেলার নয়ানগর নতুনহাটি গ্রা‌মের মৃত মালেক মিয়া ছেলে।

ইটনা থানার ওসি মো: জা‌কির রাব্বানী মর‌দেহ উদ্ধার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে ‌নৌকা থে‌কে পা‌নি‌তে প‌ড়ে নি‌খোঁজ হন রয়েচ মিয়া।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আতপাশা বাজার নদীর খেয়া ঘাটের মাঝি মো. রয়েচ মিয়া প্রতিদিনের ম‌তো খেয়া পারাপার শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত্র ৯টার দিকে বাড়িতে ফির‌ছি‌লেন। পথে নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলের প্রবেশ পথে মাছ ধরার বাধের সাথে ধাক্কা খেয়ে নদীর পানিতে পড়ে যান তি‌নি।

খবর পেয়ে পু‌লি‌শের এলংজুরী ইউনিয়ন বিট অফিসার এসআই (নিঃ) মো. আ. আলীম ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনাস্থলে যান। খবর পাঠা‌নো হয় ফায়ার সার্ভিস‌কে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবির দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু ক‌রে।প‌রে শুক্রবার বি‌কেল তিনটার দি‌কে ঘটনাস্থল থে‌কে কিছুটা দূ‌রে তার মর‌দেহ খোঁজে পায় ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights