আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৮০ জন 

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৭ মে ২০২৩ @ ০৭:৪০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫১ পূর্বাহ্ণ
২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৮০ জন 

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সারা‌ দেশে গত ২৪ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৩জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শনিবার (২৭মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২০২জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যার ম‌ধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে  ১৭৬জন এবং অন্যান্য জেলায় ২৬জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১হাজার ৭০৪জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকায় ১হাজার ১১৯জন এবং ঢাকার বাইরে ৫৮৫জন।

অপর‌দি‌কে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৪৮৯জন। যার মধ্যে ঢাকায় ৯৩৩ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৫৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমান বছ‌রে পাঁচ মা‌সে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩জনের মৃত্যুর খবর দি‌য়ে‌ছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights