আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ নভেম্বর ২০২৩ @ ০২:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৩@০২:৪১ অপরাহ্ণ
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাথায় গুলি লেগে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছে মধ্য হেবরনে রক্তে ঢেকে থাকা ট্যাক্সি চালকের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেবরনের দক্ষিণে ইয়াটা শহরে সামরিক অভিযানের সময় ইসলামিক চ্যারিটেবল সোসাইটির সদর দফতরের কাছে ওই ব্যক্তিকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী নাবলুস, জেনিন, কালকিলিয়া, বেথলেহেম, হেবরন এবং রামাল্লা শহরে সামরিক অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে উত্তেজনা চরমে উঠেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, তখন থেকে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় ৮,০০০ এরও বেশি শিশু ও নারীসহ ১১,১০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিস রবিবার জানিয়েছে।

সরকারী পরিসংখ্যান অনুসারে ইসরায়েলি মৃতের সংখ্যা প্রায় ১,২০০।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights