আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৪ মে ২০২৩ @ ০৮:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ মে ২০২৩@০৮:০৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ৪দিনের ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যায়ে বাংলাদেশ ‘এ’ দল। আজ মঙ্গলবার বৃষ্টিভেজা প্রথমদিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৫উইকেটে  ১৭৫রান করেছে আফিফ হোসেন ধ্রুব’র বাংলাদেশ ‘এ’ দল।

সিলেটে হওয়া প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তবুও সাইফ হাসান ঝড়ের গতিতে ৯৫, অধিনায়ক আফিফ ও ওপেনার জাকির চল্লিশের ঘরে পা রেখেছিলেন। পরের ইনিংসে সাদমান আর জাকের আলী অনিকও দৃঢ়তা দেখিয়েছেন। আজ দ্বিতীয় ম্যাচের প্রথমদিনে সেভাবে কেউই ভালো ফলাফল করতে পারেননি।

ওপেনার জাকির হাসান (১৮), ওয়ানডাউন সাইফ হাসান (৩১), নাইম শেখ (৫) ও অধিনায়ক আফিফ (৩৭) এবং কিপার ইরফান শুক্কুর (২১) ফিরে গেছেন। সাহাদাত হোসেন দিপু ১৮আর অফস্পিনার নাইম হাসান ১২রানে ব্যাট করছেন। অপর ওপেনার সাদামান ১১রানে ব্যাথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।

বাংলাদেশ ‘এ’, প্রথম ইনিংস: ১৭৫/৫, ৪৯ ওভার (জাকির হাসান ১৮, সাদমান ইসলাম ১১, সাইফ হাসান ৩১, নাইম শেখ ৫, সাহাদাত হোসেন দিপু ব্যাটিং ১৮, আফিফ হোসেন ধ্রুব ৩৭, ইরফান শুক্কুর ২১, নাইম হাসান ব্যাটিং ১২; জর্ডান ২/২৪, কেভিন সিক্লেয়ার ২/৩৭)।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights