সুদীপ্ত মিস্ত্রী
।।পাইকগাছা প্রতিনিধি।।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” চলতি বছরের এই প্রতিপাদ্যকে মাথায় রেখে, পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রালয়ের নির্দেশে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সফল করতে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দিবসটি পালন করা হয়েছে।

ছবি -বিডিহেডলাইন্স
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু ও অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, ইউ পি চেয়্যারম্যান জি এম আব্দুস সালাম কেরু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহাসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন- এ বছরের স্লোগান: “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জন-সাধারনের বিভিন্ন কর্মসূচি গ্রহন করতে হবে। তিনি আরও বলেন আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম বলেন- পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগাতে হবে আর সুস্থ প্রজন্মের জন্য গাছের যত্ন নিতে হবে। সভার কার্যক্রম শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
সুমি /কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১৩:০২