আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিদেশ বসে মাতাল হয়ে ড.কিবরিয়া কি প্রেস রিলিজ দিল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে নাঃ ভিপি নুর

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২১ জুন ২০২৩ @ ০১:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@০১:২২ অপরাহ্ণ
বিদেশ বসে মাতাল হয়ে ড.কিবরিয়া কি প্রেস রিলিজ দিল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে নাঃ ভিপি নুর

।।নিজস্ব প্রতিবেদক।।

ডক্টর রেজা কিবরিয়া ও ভিপি নুর পাল্টাপাল্টি প্রতিহিংসামূলক মন্তব্য করে আসছেন। এর প্রেক্ষিতে ড. রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরিয়ে যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন দলের সদস্য সচিব নুরুল হক নুর। চলমান সংঘাতের মধ্যেই এবার পাল্টা ঘোষণায় নুরুল হক নুরকে সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া।

মঙ্গলবার নুরুল হক নুর ও রাশেদ খানকে সাময়িক অব্যাহতির ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া। এরপর এক প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নুর। তাতে তিনি দাবি করেছেন গণঅধিকার পরিষদের কাউকে বহিষ্কার বা বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না।

ফেসবুকে নুরুল হক নুর লেখেন- “রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১জনকেও ভালোভাবে চেনে না, নামও বলতে পারবে না। ৫৪জেলা কমিটির ১০জনকে তিনি চেনেন কি না সন্দেহ! গত পৌনে দুই বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২লাখ টাকাও খরচ করেননি। ২০ টা প্রোগ্রামেও ছিলেন না”।

গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না।

বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিল, তাতে আমাদের কিচ্ছু যায়/আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights