।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী (প্রথম ধাপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফটের ৩০০০তম পর্যন্ত যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
সোমবার (২২মে) রাতে বুয়েটের ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আগামী ১০জুন মূল ভর্তি পরীক্ষা বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী ৩জুন সকাল ৯টার পর থেকে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দ অনুযায়ী) Option Form পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। মূল পরীক্ষা আগামী ১০জুন সকাল ১০টায় শুরু হবে।
বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফটের ৩০০০তম পর্যন্ত যোগ্য প্রার্থীর তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত শনিবার বুয়েট ক্যাস্পাসে দুই শিফটের শিফট-০১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং শিফট-০২ ‘ক’ ও ‘খ’ গ্রুপ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। জানা গেছে, আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে ছাত্র ১২হাজার ৭৭৪জন এবং ছাত্রী ৫হাজার ৪৫১জন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৯হাজার ১১৩এবং দ্বিতীয় শিফটে ৯হাজার ১১২শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। ১০০নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়