আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নৌকার প্রচারণায় ডাকলে যাবেন অভিনেত্রী বর্ষা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৩ মে ২০২৩ @ ০২:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ মে ২০২৩@০২:২৫ অপরাহ্ণ
নৌকার প্রচারণায় ডাকলে যাবেন অভিনেত্রী বর্ষা

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

গতকাল গাজীপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনার অংশ নেন বাংলাদেশ শিল্পী সমিতির কিছু লোকজন। এবার চিত্র নায়িকা বর্ষা জানালেন- যদি আওয়ামিলীগ ডাকে তিনিও নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন- বর্তমানে আমাদের দেশে দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে। তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি।
চলতি বছরই মুক্তি পাবে বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা।

ব্যক্তিজীবনের নেত্রী হওয়ার ইচ্ছে আছে কি’না? সাংবাদিকদের এমন প্রশ্নে বর্ষা বলেছেন- মাঝেমাঝে তো ইচ্ছে করেই যে আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে।
তিনি বলেন- সবচাইতে বড় কথা হলো, আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি। যিনি আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে।
যখন তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন, তখন মনে হয়- আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগে। ইচ্ছে আছে, দেখা যাক।

বর্ষা বললেন- এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত। আমার যদি এমন মনে হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে, তাহলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।
উল্লেখ্য নায়িকা বর্ষা উদীয়মান একজন শিল্পী ও নায়ক অনন্ত জলিলের স্ত্রী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights