আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

পাটগ্রামে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ১১:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@১১:৫৭ পূর্বাহ্ণ
পাটগ্রামে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

দিনভর ব্যস্ততা শেষে ক্লান্ত শরীর নিয়ে রাতে যখন বাড়িতে ঘুমে বিভোর ব্যবসায়ীরা ঠিক তখন ভয়বাহ আগুনে পুড়েছিল তাদের ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২ নভেম্বর ) রাত ৩ টার দিকে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা মধ্যে বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মধ্যে বাজারের ব্যবসায়ীরা জানান, দিন শেষে বাউরা মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিল। তখন তাদের দোকানগুলো আগুনে নিঃশেষ হয়ে গেছে।

এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দল এসে আগুন নেভায়। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জীবন চন্দ্র রায় বলেন, ‘রাত ৩টা ৪০মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights