আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরে ব্যাংক বন্ধ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ০২:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মে ২০২৩@০২:৪০ অপরাহ্ণ
নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরে ব্যাংক বন্ধ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সংশ্লিষ্ট এলাকায় আগামী বৃহস্পতিবার (২৫মে) তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই দিন ৩টি উপজেলা ও ৭টি ইউনিয়নে উপ-নির্বাচন উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (২২মে) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়- জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১মে দুইটি প্রজ্ঞাপন মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষ্যে আগামী ২৫মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

আগামী ২৫মে গাজীপুর সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও দিনাজপুর বীরগঞ্জ উপজেলা নির্বাচন হবে।

এছাড়া যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৫মে অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর, ভোলা জেলার দৌলতপুর উপজেলার চরপাতা, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া, নেত্রকোনা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন। এসব নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights