আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধঃ ১৪লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২১ মে ২০২৩ @ ০২:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫৬ পূর্বাহ্ণ
৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধঃ ১৪লাখ শিক্ষার্থী ঝরে পড়েছে

বিডিহেডলাইন্স ডেস্ক:

এক বছরের ব্যবধানে বাংলাদেশে প্রাথমিক স্তরের প্রায় ৮হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এগুলো সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি প্রাথমিক স্তরে ১৪লাখ শিক্ষার্থী কমেছে। ২০২২সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারিতে (এপিএসসি) এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

ফরিদ আহাম্মদ বলেন- এটা আসলে করোনা কালের চিত্র। সে সময় কিন্ডারগার্টেন টাইপের স্কুলগুলোতে শিক্ষার্থী ছিল না। ভাড়া বাড়িতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান চলত। শিক্ষার্থী না থাকায় তাদের উপার্জন ছিল না। ফলে, তারা শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কিছুকিছু চালু হচ্ছে। তবে, এ সময়ে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়নি। তিনি বলেন, আমরা দুই বছরের উপবৃত্তির টাকা একসঙ্গে পেয়েছি। ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়েছে, বিষয়টি এমন না। বন্ধ থাকার কারণে প্রাইমারির অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে গিয়েছিল। এখন সেখান থেকে কিছু শিক্ষার্থী ফিরে আসছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর বাইরে প্রাথমিক পর্যায়ে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় শুমারি করা হয়। সে অনুযায়ী, ২০২১সালে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ১লাখ ১৮হাজারের কাছাকাছি। ২০২২সালের শুমারিতে এই সংখ্যা ১লাখ ১০হাজারের নিচে নেমে এসেছে অর্থাৎ ৮হাজার শিক্ষাপ্রতিষ্ঠান আর নেই।

২০২১সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির তথ্যে দেখা গেছে, সে বছর কিন্ডারগার্টেনসহ সব মিলিয়ে দেশে মোট ১৪হাজার ১১১টি প্রাথমিক বিদ্যালয় কমেছিল। কিন্ডারগার্টেন জাতীয় বিদ্যালয়গুলোই মূলত বন্ধ হয়েছে। তথ্য অনুযায়ী, করোনাকালে এক বছরের ব্যবধানে প্রাথমিকে মোট শিক্ষার্থী কমেছে সাড়ে ১৪লাখের বেশি। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরে ৮লাখের বেশি শিক্ষার্থী কমেছে। অথচ প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধির প্রবণতা দেখা যায়। সারা দেশে প্রাথমিক স্তরে বিদ্যালয়ের সংখ্যাও কমেছে।

এর আগে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২১সালের তথ্য নিয়ে করা প্রাথমিক প্রতিবেদনে দেখা গিয়েছিল ২০২১সালে মাধ্যমিক এ মোট শিক্ষার্থী আগের বছরের তুলনায় ৬২হাজার ১০৪জন কমেছে। বর্তমানে দেশে মোট মাধ্যমিক বিদ্যালয় ২০হাজার ২৯৪টি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights