আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ অক্টোবর ২০২৩ @ ১২:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ অক্টোবর ২০২৩@১২:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

।।নিজস্ব প্রতিবেদক।।

ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের চার মাস পর স্কুল ছাত্রীকে ঢাকার রূপনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত অপহরণকারীকেও গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ।

অপহৃত স্কুলছাত্রী (১৫) মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী। তার বাড়ি হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামে।

অপহরণের ঘটনায় সজীব শেখ (২০) নাম যুবকের আটক। তিনি একই গ্রামের সিংগারিয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে।

ওই ছাত্রীর পরিবারে অভিযোগ, গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সজীব শেখ ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় সজীবসহ ৬ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই কবির বলেন, প্রায় সাড়ে ৪ মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার দুপুরে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারী সজীব থানা হেফাজতে রয়েছে।

আজ শনিবার (২১ অক্টোবর) স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতার সজীব শেখকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights