আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৪ মে ২০২৩ @ ০৭:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ মে ২০২৩@০৭:১৯ পূর্বাহ্ণ
ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এক সংবাদ সম্মেলনে একথা জানান।

নাজমুল ইসলাম বলেন, গত বছরের তথ্য উপাত্য বিশ্লেষণ করে এ বছরের সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি আগাম সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি।

তিনি আরও বলেন, আপনাদের (গণমাধ্যম) সহায়তা নিয়ে আমরা দেশবাসীকে অবহিত এবং সচেতন করতে চাই, যাতে নিজ নিজ জায়গা থেকে আমরা স্বাস্থ্যবিধি এবং সতর্কতার জায়গাগুলো মেনে চলি।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, আমাদের সঙ্গে উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও রয়েছেন। আমরা বর্জ্য ব্যবস্থাপনা, সমন্বিত মসক ব্যবস্থাপনা কাজগুলোকে আমরা বেগবান এবং জোরদার করতে চাই। তাহলেই ডেঙ্গু নিয়ে আমাদের মধ্যে যে ভয় ভীতি কাজ করে তা কমে যাবে। গত বছরেও আমরা দেখেছি অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। হয়তো এবছর আমরা মৃত্যু কমিয়ে আনতে পারব।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights