আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দুর্নীতি করলে ব্যবস্থা গ্রহণে এক মুহূর্ত অপেক্ষা করবো নাঃ প্রধান বিচারপতি

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ১৯ মে ২০২৩ @ ০৪:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ মে ২০২৩@০৪:০৭ অপরাহ্ণ
দুর্নীতি করলে ব্যবস্থা গ্রহণে এক মুহূর্ত অপেক্ষা করবো নাঃ প্রধান বিচারপতি

বিডিহেডলাইন্স ডেস্ক :

দুর্নীতির সুনির্দিষ্ট  অভিযোগ পেলে যত বড়ই বিচার বিভাগীয় কর্মকর্তা বা কর্মচারী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মুহূর্ত অপেক্ষা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৮মে) সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান বিচারপতি বলেন- দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী জুডিসিয়াল অফিসারদের সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়ে এসেছি। কক্সবাজার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি। তাকে প্রধান করে দুর্নীতি রোধে একটি টাক্সফোর্স করেছি। তাদের নির্দেশনা দিয়েছি সুপ্রিম কোর্টের কোনো সেক্টরে দুর্নীতি চলছে কি’না, তা নিয়মিত মনিটরিং করার জন্য।

এসময় প্রধান বিচারপতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যদি আমার কাছে আসে, আমি অন্তত এক মিনিটও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপেক্ষা করবো না। সে যত উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তা হোক বা সুপ্রিম কোর্টের কর্মচারী হোক। তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করতে এক মুহূর্ত অপেক্ষা করবো না। কিন্তু যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসে তাহলে কিসের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো। যখন কারো দুর্নীতি হাতেনাতে ধরা হয় আমরা সঙ্গেসঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

এসময় আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- সুপ্রিম কোর্ট প্রশাসনে যদি দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হন, কোনো প্রমাণ থেকে থাকলে আমাদের সঙ্গেসঙ্গে জানাবেন। আমরা ব্যবস্থা নিতে পিছপা হবো না। প্রধান বিচারপতি লিগ্যাল এইডের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সারাদেশের লিগ্যাল এইড অফিসারদের পারফরমেন্স আশাব্যঞ্জক। লিগ্যাল এইডের কার্যক্রমকে যদি জোরদার করা যায় তাহলে মামলাজট ধীরে ধীরে কমে আসবে।

তিনি আইন পেশাকে মানুষের সেবা করার বড় সুযোগ হিসেবে গ্রহণ করে আইনজীবীদের গরীব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights