আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নড়াইলে ভুয়া সনদে সরকারি চাকুরী

নড়াইলে ভুয়া সনদে সরকারি চাকুরী
ছবি- বিডিহেডলাইন্স

মোঃ আজিজুর বিশ্বাস
নড়াইল প্রতিনিধি ।।

নড়াইল লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাটিয়াডাঙা লুটিয়া গ্ৰামের আমিন উদ্দিন খানের ছেলে বাবুল খান ভুয়া সনদ দিয়ে গ্ৰাম পুলিশের চাকুরী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, বাবুল খানের প্রকৃত এনআইডি নং ৬৫০২৬১০০০২১৪। প্রকৃত জন্ম তারিখ ০১/০১/১৯৮০ ইং কিন্তু ভুয়া জন্ম তারিখ ০১/০১/১৯৮৩ ইং।

মূলতঃ বাবুল খানের ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) এর জন্ম তারিখ কম্পিউটারে ভুয়া তৈরি করে চাকুরীতে যোগদান করেছিল। আর দীর্ঘদিন থেকে বীরদর্পে সরকারি চাকুরি করে আসছিল।

ছবি- বিডিহেডলাইন্স

লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ২০জন মানুষের সাক্ষরিত একটি অভিযোগপত্র, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রেরন করা হয়। তার কোন প্রতিকার পাইনি বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীরা বলেন, ভুয়া সনদ ব্যবহার করে সরকারি চাকুরী কিভাবে পাওয়া যায়? এ কেমন কথা আমরা ২০জনের সাক্ষরিত ওই ভুয়া সনদধারী বাবুল খান এর বিরুদ্ধে লোহাগড়া উপজেলা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি তার কি কোন প্রতিকার হবে না? জানা যায়, গ্ৰাম পুলিশ বাবুল খানের চাকুরী হয় একজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে।

এলাকাবাসী বলেন- ২০জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েও যখন কোন ফলাফল পেলাম না, তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অবৈধ গ্ৰাম পুলিশ বাবুল খানের মুখোশ উন্মোচন করতে চাই।

এলাকাবাসীরা আরো বলেন, গ্ৰাম পুলিশ বাবুল খান দিঘলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছে। এই এলাকার বিভিন্ন দিক দিয়ে মানুষদের পুলিশের ভয় দেখিয়ে বাড়তি উৎকোচ গ্রহণ করে ওই এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে রেখেছে। এলাকাবাসীরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি গ্ৰাম পুলিশ বাবুল খানের বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা ব্যক্ত করেন।

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন না। পরে প্রদীপ্ত রায় দীপন নামে সহকারী কমিশনার ভূমি রিসিভ করে বলেন- আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আবিনপ্র /কেএইচ/তারিখ:০৫০৬২৩/২০:৪৭

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights