আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হজ্ব কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীঃ

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ মে ২০২৩ @ ০৩:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ মে ২০২৩@০৬:৩০ অপরাহ্ণ
হজ্ব কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীঃ

বিডিহেডলাইন্স ডেস্কঃ

হজ্ব কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯মে) সকাল ১০টায় রাজধানীর আশকোনা হজ্ব ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন তিনি।

আশকোনা হজ্ব অফিস ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান- আগামী ২১মে থেকে শুরু হবে হজ্ব ফ্লাইট। হজ্বচুক্তি অনুযায়ী এ বছর ১লাখ ২৭হাজার ১৯৮জন বাংলাদেশ থেকে হজ্বে যেতে পারবেন।

আশকোনা হজ্ব ক্যাম্প, হজ্ব এজেন্সি ‘হাব’ ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার হজ পালনে যাবেন সরকারি-বেসরকারিভাবে ১লাখ ২০হাজার ৪৯১জন বাংলাদেশী। ৪০হজ্বযাত্রীর জন্য থাকছেন একজন করে গাইড।

হজ্ব ক্যাম্পের আইটি সেকশন ও কয়েকটি হজ্ব ট্রাভেল এজেন্সির মালিক জানান, এবার ৬০৩টি হজ্ব ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে ১লাখ ১০হাজার ৪১৭জন (নন-ব্যালটি) হজ্বে যাচ্ছেন। আর সরকারিভাবে যাচ্ছেন (ব্যালটি) ১০হাজার ৭৪জন। এসব হজ্বযাত্রীর খোঁজখবর নিতে ৬০৩টি ট্রাভেল এজেন্সির ৬০৩জন মালিক বা প্রতিনিধি সৌদি আরব যাচ্ছেন।

আগামী ২০মে দিনগত রাত পৌঁনে ৩টায় প্রথম হজ্ব ফ্লাইট সৌদি আরবে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭জুন (৯জিলহ্জ) পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights