আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

‘কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে’ : ওবায়দুল কাদের

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৯ মে ২০২৩ @ ০২:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ মে ২০২৩@০২:২৯ অপরাহ্ণ
‘কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে’ : ওবায়দুল কাদের

বিডিহেডলাইন্স ডেস্ক :

কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটনীতিকদের প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিএনপির শাসনামলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী শক্তির হলি আর্টিজান বেকারিতে হামলার পর কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা করা হয়েছিল। এটা কোনও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

‘কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিদেশি যেসব দূতাবাস ও রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছেন, তাদের সকল নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনও প্রকার শিথিলতা প্রদর্শন করবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃবৃন্দ প্রতিদিন চিরাচরিত একঘেয়ে বক্তব্য রেখেই যাচ্ছে। তারা শুধু সমালোচনার নামে সরকারের সমালোচনা করে। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, যে আন্দোলন শুধুমাত্র ক্ষমতার মোহ থেকে পরিচালিত হয়। সে আন্দোলনে গণঅভ্যুত্থানের কথা হাস্যকর।

এ সময় বিএনপি নেতৃবৃন্দের গণচেতনা-বিচ্ছিন্ন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights