আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • In গণমাধ্যম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ অক্টোবর ২০২৩ @ ০৩:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৩@০৩:৩৩ অপরাহ্ণ
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি- বিডিহেডলাইন্স

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (১৬অক্টোবর) সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক কালবেলা পত্রিকার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরান হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

বক্তব্য বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারো মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম, বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, নড়াইল জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মোরাদ হোসেন, সাংবাদিক জহির ঠাকুর, মোঃ রেজাউল করিম, টিপু সুলতান, ওবায়দুর রহমান, রাশেদুল ইসলাম, জহুরুল হক মিলু, সদরুজ্জামান, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম, নয়ন ইসলাম, শাহরিয়ার আলম শাহীন, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights