আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওষুধের সরবরাহ সংকট

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৮ মে ২০২৩ @ ০২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ মে ২০২৩@০২:৫৩ অপরাহ্ণ
ওষুধের সরবরাহ সংকট

বিডিহেডলাইন্স ডেস্ক :

দেশে ৭০ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ। এর মধ্যে আবার ৩০ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ। আর হৃদরোগের অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। জনস্বাস্থ্যের জন্য বিষয়টির গুরুত্ব বিবেচনায় সরকার ২০১৮ সাল থেকে ৫৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু সংশ্লিষ্টদের সমন্বয়হীনতায় গত কয়েক মাস নিবন্ধিত প্রায় দেড় লাখ রোগী নিয়মিত বিনামূল্যের ওষুধ পাচ্ছেন না। এরই প্রভাব পড়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। ছয় মাস আগেও রোগটি নিয়ন্ত্রণের হার যেখানে ছিল ৬০, এখন তা কমে ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) পরিচালক অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘মাঝপথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সেবন বন্ধ করলে সমস্যা দেখা দেয়। রোগীদের নিয়মিত ওষুধ সেবন নিশ্চিতে গত বছর ৯০ কোটি টাকার ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এ বছর ১০০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে। এর পরও ওষুধ সরবরাহ অনিয়মিত হয়ে পড়ছে। এর কারণ অপারেশনাল প্ল্যান পাস হতে তিন থেকে চার মাস লাগে। এ ছাড়া মাত্র ছয়টি গাড়ি থাকায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) সব জায়গায় সঠিক সময়ে ওষুধ দিতে পারে না।’ তিনি আরও বলেন, ‘অপারেশনাল প্ল্যান থেকে ওষুধ কিনে এ কর্মসূচি চালানো সত্যিই কঠিন। স্থায়ী ব্যবস্থা জরুরি। রাজস্ব খাত থেকে সেটি করা যায় কিনা তার চেষ্টা চলছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. ফারজানা আক্তার ডরিন বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী পরিস্থিতি ভয়াবহ। উচ্চ রক্তচাপের জন্য দায়ী অপর্যাপ্ত শারীরিক শ্রম, অতিরিক্ত চিনি, লবণ ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, জাঙ্ক ফুডের অভ্যাস এবং ধূমপান। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, চোখ ও কিডনির গুরুতর ক্ষতি হয়।’

স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির উপপ্রকল্প ব্যবস্থাপক ডা. শামীম জুবায়ের বলেন, ‘বর্তমানে রোগী যেমন বেড়েছে, তেমনি ইডিসিএলের জটিলতায় গত কয়েক মাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক রোগী দরিদ্রতার কারণে বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না। ফলে রোগটি নিয়ন্ত্রণের হার কমে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ইডিসিএলের সমস্যা হলো, সব উপজেলা থেকে চাহিদা হাতে না পেলে তারা ওষুধ পাঠায় না। কিন্তু একেক উপজেলায় রোগীর পরিমাণ ও চাহিদা একেক রকম। ইডিসিএলের বিপণন ও বিতরণের মধ্যকার সমন্বয় দূর করা জরুরি।’

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি রয়েছে। ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ সরবরাহে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত পাস হবে।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights