আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নাটোরে নারী অধিকার শক্তিশালীকরণে ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ অক্টোবর ২০২৩ @ ০১:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৩@০১:৫৯ অপরাহ্ণ
নাটোরে নারী অধিকার শক্তিশালীকরণে ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন ২নং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান।

এসময় বক্তরা বলেন, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সমাজিক সুবিধা বিষয়ে, রাস্তাঘাট মেরামতকরণ ও কালভাট নিমার্ণ, মন্দির ও মসজিদে টিউওয়েল ও সোলার স্থাপন বিষয়ে বিস্তারিত প্রশ্নত্তর পর্ব আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান, স্থানীয় ইউপি সদস্য সাহাবুদ্দিন, মহিলা ইউপি সদস্য মোছা. ছালমা বেগম, তেবাড়িয়া ইউনিয়ন সচিব মাহফুজা খাতুন, সাংবাদিক লিটন হোসেন লিমন এফএফ সুনীল কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে তেবাড়িয়া ইউনিয়নের সিএসএসও সদস্য ও মহল্লা সিএসএসও, ব্যবসায়ী, চিকিৎসক, ইমাম, ছাত্র/ছাত্রীসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights