আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চন্দরপল-ম্যাকেঞ্জির দারুন ব্যাটিং হতাশ বাংলাদেশ

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৬ মে ২০২৩ @ ০১:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ মে ২০২৩@০৬:৩০ অপরাহ্ণ
চন্দরপল-ম্যাকেঞ্জির দারুন ব্যাটিং হতাশ বাংলাদেশ

বিডিহেডলাইন্স ডেস্ক :

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) মাঠে গড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। আনঅফিসিয়াল এই টেস্টের প্রথম দিন শেষে খুব একটা স্বস্তিতে নেই আফিফ হোসেনের দল। সফরকারীরা প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২০ রানে দিন পার করেছে।

এদিন মোট ৬৮ ওভার খেলা মাঠে গড়িয়েছে। সিলেটে বিকেলে শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন দলটির ওপেনার কার্ক ম্যাকেঞ্জি।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে সাইফ হাসানের শিকার হয়ে ফিরেছেন ম্যাকেঞ্জি। আউট হওয়ার আগে করেছেন ১২৪ বলে ১১ চার ও এক ছয়ে ৮৬ রান।

পরবর্তীতে বাংলাদেশকে ভুগিয়েছেন তেজনারায়ণ চন্দরপল।  দিন শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন তেজনারায়ণ চন্দরপল । এরপর তিনে রেইমন অ্যান্টন মুশফিক হাসানের বলে আউট হওয়ার আগে করেন ২৬ রান।

এছাড়া চারে নামা অ্যালিক স্টিভেন ৩৫ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংস: ৬৮ ওভারে ২২০/২ (ম্যাকেঞ্জি ৮৬, চন্দরপল ৭০*, রিফার ২৬, আথানেজ ৩৫*; মুশফিক ১১-৩-১৫-১, রিপন ১৪-৫-৩৯-০, রাজা ১১-১-৬০-০, নাঈম ১৮-৫-৫৪-০, রিশাদ ৪-০-২৪-০, আফিফ ৪-০-১৪-০, সাইফ ৬-১-১৪-১)

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights