আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাবিতে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড শুরু

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ১৬ মে ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ মে ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
রাবিতে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড শুরু

রাবিতে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩সেশনে স্নাতক(সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে অনলাইনে।
মনোনীত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সোমবার (১৫মে) দুপুর থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আগামী ১৮মে রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সময় শেষ হলে কোনো শিক্ষার্থী আর দ্বিতীয়বারের মতো এই প্রবেশপত্র ডাউনলোডের জন্য সুযোগ পাবেন না। প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুইটি প্রবেশপত্র দেওয়া হবে।

একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। তাই কোনো ভর্তিচ্ছুক যদি দুইটি ইউনিটে পরীক্ষা দেন তাহলে তাকে মোট চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর তিনটি ইউনিটে হলে ছয়টি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সাক্ষর আছে সেটা ঠিক সেই রকমই দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রের সাক্ষর দেখে University Copy জমা নেবে এবং Candidate Copy ফেরত দেবে। রাবিতে সুযোগ পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।
রাজশাহী বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights