আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভিসা নীতিতে সবচেয়ে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে: মির্জা ফখরুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৭ অক্টোবর ২০২৩ @ ০৪:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ অক্টোবর ২০২৩@০৪:৫৬ অপরাহ্ণ
ভিসা নীতিতে সবচেয়ে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে: মির্জা ফখরুল

।।বিডিহেলাইন্স ডেস্ক।।

মার্কিন ভিসা নীতির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভিসা নীতিতে সবচেয়ে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে। উন্মাদ হয়ে গেছেন তিনি।’

রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল।

আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে। মুফতি হান্নানসহ সরকার অনেক জুডিশিয়াল মার্ডার করেছে। অদৃশ্য শক্তি আছে যা বর্তমান সরকার প্রধানের শক্তি; তবে এই শক্তি টিকিয়ে রাখতে পারবে না।

আওয়ামী লীগ ভালো ও সুষ্ঠু ভোট করে- প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন। বিদায় হোন, এবার কথা শোনানোর জন্য যা কিছু করার তাই করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights