আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিএনপি আন্দোলনে হেরে গেছে: নোয়াখালীতে কাদের

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৬:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৬:১৬ অপরাহ্ণ
বিএনপি আন্দোলনে হেরে গেছে: নোয়াখালীতে কাদের

।।নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দল আন্দোলনে হেরে যায়, সেই দল নির্বাচনেও হারে। আজ শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও। ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল, ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছে। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাঁটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাটি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি হলো সাম্প্রদায়িক শক্তির একেবারে বিশ্বস্ত ঠিকানা। তারা শুধু জ্বালাও পোড়াও বোঝে, জনগণের উন্নয়ন বোঝেনা।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে, গুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে সে হাত ভেঙ্গে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব জনগনকে সাথে নিয়ে আমাদেরকে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত বারিস্ট্যার মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বড় মন্ত্রী ছিল, পদে ছিল। কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করেছি এবং করবো ইনশাআল্লাহ।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমূখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights