আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় মোখা: কখন, কোথায় আঘাত ?

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৩ মে ২০২৩ @ ০৯:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ মে ২০২৩@০১:১৮ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় মোখা: কখন, কোথায় আঘাত ?

বিডিহেডলাইন্স ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলাদেশের কক্সবাজার এবং উত্তর মিয়ানমার দিয়ে উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, রোববার দুপুর নাগাদ মিয়ানমারের কাইয়ুউ এবং বাংলাদেশের কক্সবাজারের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসবে এ ঘূর্ণিঝড়।

তবে শনিবার রাত থেকেই চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়া শুরু হবে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের বিস্তৃত উপকূলে মধ্যরাত থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি দেখা দিতে পারে।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার যে পূর্বাভাস দিয়েছে, তাতেও দেখা যাচ্ছে বাংলাদেশ সময় রোববার প্রথম প্রহরেই মোখার অগ্রভাগ উপকূলের কাছে পৌঁছে যাবে।

যার অর্থ তখন থেকে ঝড়ের ধাক্কা শুরু হবে, যা প্রায় ২৪ ঘণ্টা পর পুরো ঝড় উপকূলে উঠে না যাওয়া পর্যন্ত চলবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “শনিবার শেষ রাতের দিকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূল স্পর্শ করবে; সা্ই‌ক্লোনের মোস্ট অব দ্য পার্ট অতিক্রমের সম্ভাবনা রোববার বিকালে।”

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights