আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় ‘মোখা’ অর্থ কি?

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ১৩ মে ২০২৩ @ ০৬:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ মে ২০২৩@০৬:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আকর্ষণীয় হয়ে থাকে প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ। প্রশ্ন জাগতেই পারে, এবারের ঘূর্ণিঝড় ‘মোখা’ অর্থ কি? এছাড়াও এর নামকরণ নিয়েও চলছে অনেকের মাঝে তর্ক বিতর্ক। তাহলে জেনে নেওয়া যাক ‘মোখা’ অর্থ ও উৎপত্তি সম্পর্কে। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ইয়েমেন দেশের বিখ্যাত শহর মোখার নাম থেকেই রাখা হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম।

কফির জন্য ইয়েমেনের শহর মোখা সারা বিশ্বের কাছে পরিচিতি কফির উৎপাদন এবং সারাবিশ্বে সরবরাহের কাজ করা হয় এই শহর থেকে। এটির নামেই নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়ের। বর্তমানে ‘মোখা’ শব্দের আভিধানিক অর্থ-অতি উন্নতমানের কফি। যে কোনো ধরনের কফি, দুধ চিনি ও কোকোর স্বাদযুক্ত পানীয়। সাধারণত ভেড়ার চামড়া দিয়ে তৈরি দস্তানা বিশেষ এবং গাঢ় বাদামি রঙের জলপাই অর্থ প্রকাশেও ‘মোখা’ শব্দটি ব্যবহৃত হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights