আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তবুও হৃদয়ের পারফর্মেন্সে সন্তুষ্ট নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩@০১:৩৯ অপরাহ্ণ
তবুও হৃদয়ের পারফর্মেন্সে সন্তুষ্ট নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

।।নিজস্ব প্রতিবেদক।।

চলমান এশিয়া কাপে পুরো আসর জুড়ে ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। ভারতের বিপক্ষে ব্যর্থতার সেই ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ টপ অর্ডার। তবে মিডল অর্ডারে বিপর্যয় সামাল দেন সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয়। ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তরুণ এই ব্যাটার। তবুও হৃদয়ের পারফর্মেন্সে সন্তুষ্ট নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ভারতের বিপক্ষে লম্বা সময় পর বহুজাতিক টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ। চলমান এশিয়া কাপে কোন সাফল্য নেই বাংলাদেশ দলের। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হার না মানার মানসিকতা।

হাথুরুসিং বলেন, সংবাদ সম্মেলনে বলেন, হৃদয় নিজের দায়িত্ব ও গেম সম্পর্কে বেশ অবগত। অভিষেকের পর থেকেই সে রান করছে। সত্যি বলতে আমি আজ তাকে নিয়ে একটু হতাশ। কারণ ফিফটির পর উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। সে আমাদের আরও রান এনে দিতে পারতো। তবে সে জানে, তার কী করণীয়, দলের জন্য কী কী করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights