আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গুলিভর্তি পিস্তল রাখার অপরাধে ২৫ বছর জেল, পলাতক ছিলেন ৬ বছর

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৮:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৮:৪৩ অপরাহ্ণ
গুলিভর্তি পিস্তল রাখার অপরাধে ২৫ বছর জেল, পলাতক ছিলেন ৬ বছর

।।বগুড়া প্রতিনিধি।।

পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছিলেন কালুয়া সন্তোষ (৪৫)। অস্ত্র আইনের মামলায় তার ২৫ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকেই প্রায় ছয় বছর পলাতক ছিলেন ওই সাজাপ্রাপ্ত আসামি। আত্মগোপনে থাকা কালুয়া সন্তোষকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনি এলাকা থেকে কালুয়া সন্তোষকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বালিয়া বাঁশফোড়ের ছেলে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ২০০১ সালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হন কালুয়া সন্তোষ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ। ২০১৮ সালে মামলার রায় দেন আদালত। পিস্তল রাখার দায়ে ১৫ বছর ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। কালুয়ার বিরুদ্ধে রায়ে ২৫ বছরের সাজা একটি শেষ হওয়ার পর আরেকটি কার্যকর করার আদেশ দেন আদালত। প্রায় ছয় বছর পলাতক ছিলেন কালুয়া সন্তোষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ সোপর্দ করা হয়।

বিচারক হাবিবা মণ্ডল তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights