আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আত্রাই নদীতে নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

  • In খোলা জানালা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫৪ অপরাহ্ণ
আত্রাই নদীতে নৌকা বাইচে হাজারো মানুষের ঢল
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের সিংড়া আত্রাই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থীদের ঢল মেনেছে। এসময় নদীর দুপাড়ে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণিত হয়। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া আত্রাই নদীতে চলনবিল নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উৎসবের আয়োজন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডঃ জুনাইদ আহমেদ পলক।

নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই দুর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। অনেকে পরিবার, প্রিয়জন সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতে আসেন।

মানিক হোসেন নামে স্থানীয় এক জামাই বলেন, সিংড়ায় নৌকা বাইচ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। অনেক দিন পর নৌকা বাইচ দেখতে এসেছি। সবাই মিলে উপভোগ করছি, খুব ভালো লাগছে। এখন তো তেমন নৌকা বাইচ দেখাই যায় না। প্রচুর মানুষ এসেছে এ নৌকা বাইচ দেখতে।

ফারজানা খাতুন নামে এক গৃহবধূ বলেন, এ আত্রাই নদীতে প্রতিবছর নৌকা বাইচ খেলা হয়। নৌকা বাইচ উপলক্ষে এলাতায় উৎসবের আমেজ বিরাজ করে। বাড়িতে আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন। বাড়ির কাজ-কর্ম শেষ করে সবাই মিলে নদীর পাড়ে বসে খেলা উপভোগ করি।

কামরুলল হাসান নামে এক দদর্শনার্থী বলেন, একসময় নদী, বিলে প্রচুর নৌকা বাইচ খেলা হতো। এখন তা দেখা যায় না। আগের মতো এসব খেলা আর হয় না। আমাদের সময় প্রত্যক নদীতে নৌকা বাইচ হতো। আমরা যুবক বয়সে বহু দুরে যেতাম এ নৌকা বাইচ দেখতে। আজ অনেক বছর পর আবার এ নৌকা বাইচ দেখতে এসেছি। প্রচুর মানুষ এসেছে নৌকা বাইচ দেখতে। পাড়ে মানুষ আর মানুষ।

চলনবিল নৌকাবাইচ উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান, চলনবিল নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মিলে প্রায় অর্ধতাধিক নৌকা অংশ গ্রহণ করছে। পুরো চলনবিলেরর মানুষ উৎসবে মেতেছেন। নদীর দু-পাড়ে মিলনমেলায় পরিণিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দল স্বপ্নের তরী দলকে ১৫০ সিসি একটি মোটর সাইকেল, দ্বিতীয় বাংলার বাঘ দলকে ফ্রিজ এবং তৃতীয় শাপলা এক্সপেস দলকে টিভি প্রদান করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights