আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঘরেই বানিয়ে ফেলুন মেয়োনিজ

  • In লাইফস্টাইল
  • পোস্ট টাইমঃ ৩১ আগস্ট ২০২৩ @ ১২:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ আগস্ট ২০২৩@১২:৪১ অপরাহ্ণ
ঘরেই বানিয়ে ফেলুন মেয়োনিজ

।।লাইফস্টাইল ডেস্ক।।

মাত্র চারটি উপাদান দিয়ে ঘরেই আপনি বানাতে পারবেন মেয়োনিজ। বিকেলের নাশতায় মেয়োনিজ ছাড়া চলেই না। সসের সাথে মেয়োনিজ খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।

মেয়োনিজ হল কেবল তেল এবং ডিমের কুসুমের একটি মিশ্রণ।
চলুন জেনে নেই ঘরে তৈরি মেয়োনিজের রেসিপি।

যা যা লাগবে :
ডিম-১টি
সাদা সরিষার গুঁড়ো- ১/২ চা চামচ
সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
চিনি-১/৪ চা চামচ
লবণ- সামান্য
তেল- ৩ বা ৪ কাপ

প্রস্তুত প্রণালি :
১. প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিন।
২. এবার দুইটি মিশ্রণকে একসাথে করুন।
এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য লবণ ও চিনি মিশিয়ে বিট করে নিন।
৩. তারপর মিক্স করে রাখা উপাদানগুলো একটি ব্লেন্ডারে নিন। সব উপাদান ব্লেন্ড করুন। এতে অল্প অল্প করে তেল ঢালুন।
৪. কিছুক্ষণ পর পর তেল দিবেন। একবারে পুরোটা দিয়ে দিবেন না। সবটুকু তেল দিয়ে দিলে মেয়োনিজ জমবে না।
৫. মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে ব্লেন্ডার বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মেয়োনিজ।

টিপস :
১. মেয়োনিজ বানানোর সময় ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করবেন না। ডিম ফ্রিজ থেকে বের করে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসুন।
২. তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে মিশ্রণটি ঘন হয়ে গেলে আর তেল দেবেন না।
৩. স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা, রসুন, পুদিনা পাতা দিতে পারেন।
৪. এই মেয়োনিজ ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এক সপ্তাহের জন্য করতে চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights