জয়ন্ত রায়
তেরখাদার প্রতিনিধি।।
ঘটনাটি তেরখাদা উপজেলা আজগড়া ইউনিয়নের
গ্রামের বেশ কয়েকটি বাগানের আমগাছে এমন ফল চোখে পড়ে। কাছে গিয়ে ধরে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই সেগুলো আম নাকি সবেদা ?
এলাকার স্থানীয়রা জানালেন, ফলগুলো আমই। হঠাৎ সবুজ আমের গায়ে এমন ধূসর বর্ণ দেখে এগুলোকে সবেদা ভেবে ভুল করছেন সবাই।

ছবি- বিডিহেডলাইন্স
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, ছত্রাকের আক্রমণে আমগুলো বর্ণ ও আকার পরিবর্তন হয়ে সবেদার মতো দেখাচ্ছে।
আজগড়া গ্রামের একজন আম বাগান মালিক শাহজাহান আকন বলেন এর আগে কখনও আমগাছে সবেদার মতো ফল হতে দেখিনি। বাগানের সব আম সবেদার মতো দেখতে। আমগুলোর ভেতরে নাকি পোকায় ভরা।
এই আমের গায়ে ছত্রাকের আবরণ পড়ে দেখতে সবেদা ফলের মতো হয়েছে। এতে ভয়ের কিছু নেই। ছত্রাকের কারণে রং পরিবর্তন হলেও যেকোনো সময় এ আম খাওয়া যাবে।

ছবি- বিডিহেডলাইন্স
যাদের গাছে এমন আম হচ্ছে তারা কৃষি অফিসের পরামর্শ নিয়ে কিটনাশক স্প্রে করলে আমের এই ছত্রাকজনিত সমস্যা সমাধান হবে। এটা এখন বাংলাদেশের কিছু অঞ্চলে আম গাছেও দেখা যাচ্ছে।
জেআর/এসআরএইচ ০২০৬২৩/১৬:৫৬আপলোড