আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর সভায় নৌকায় ভোট চাইলেন মাশরাফি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ আগস্ট ২০২৩ @ ০৮:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@০৮:৪২ অপরাহ্ণ
লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর সভায় নৌকায় ভোট চাইলেন মাশরাফি

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়ায় যথযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত রাখতে হবে), বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন দেশকে ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই।
এছাড়া সারাদেশে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। উপস্থিত সকলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করার আহবান জানান।

এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুন্সি আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খাঁন নিলু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি রিক্তা হক রিক্তা, সাধারণ সম্পাদক রোজিয়া সুলতানা চামেলি, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, জেলা যুবলীগের সদস্য সদর উদ্দিন শামিম, মোঃ শাহিদুল ইসলাম শহিদ, মোঃ মুজাম খাঁনসহ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights