আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

এসএসসিতে দারুণ রেজাল্ট করলেন ‘মারুফা এক্সপ্রেস’

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৮ জুলাই ২০২৩ @ ০৫:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ জুলাই ২০২৩@০৫:৫০ অপরাহ্ণ
এসএসসিতে দারুণ রেজাল্ট করলেন ‘মারুফা এক্সপ্রেস’

।।স্পোর্টস ডেস্ক।।
খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও তিনি দুর্দান্ত। কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করলেন ‘মারুফা এক্সপ্রেস’ খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের গতি তারকা মারুফা আক্তার। আজ বেলা ১১টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যাতে জিপিএ-৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মারুফা।

নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মেয়ে মারুফা একসময় বাবার সঙ্গে জমি চাষ করতেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া সেই মারুফা এখন মহাগুরুত্বপূর্ণ বোলার। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন। ওই সিরিজের তৃতীয় ওয়ানডের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ম্যাচ টাই করেছিলেন।

তার গতি ও সুইং ক্রিকেটবোদ্ধাদের নজর কেড়েছে।ভারতের অভিজ্ঞ ব্যাটার স্মৃতি মান্ধানা তো বলেই দিয়েছেন যে, মারুফা অনেকদূর যাবে। কারণ তার মাঝে তিনি ‘আগুন’ দেখেছেন। খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া মারুফা তাই এই ফলাফলে খুশি। তার বাড়িতে আজ আনন্দের বন্যা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights