আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সেবার মহান ব্রত নিয়েই চিকিৎসা শিক্ষায় আসা উচিত: ডা. প্রাণ গোপাল দত্ত

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৪:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৪:৩০ অপরাহ্ণ
সেবার মহান ব্রত নিয়েই চিকিৎসা শিক্ষায় আসা উচিত: ডা. প্রাণ গোপাল দত্ত

রফিক প্লাবন
দিনাজপুর।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, সেবার মনোভাব নিয়ে চিকিৎসা শিক্ষায় নিজেদের নিয়োজিত করতে না পারলে সেই শিক্ষার মর্যাদা রক্ষা পাবে না। কেননা সেবার মহান ব্রত নিয়েই চিকিৎসা শিক্ষায় আসা উচিত। এখানে অর্থনৈতিক কোন কিছুই বিবেচনা করা ঠিক না। শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে পরম মানসিক শান্তির পাশাপাশি সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়া যায়।

আজ রোববার (২৩ জুলাই) সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ২০২২-২০২৩ সেশনের প্রথম বর্ষ এমবিবিএস ৩২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, স্বাচিপের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক ডাঃ আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান প্রমুখ। সঞ্চালনে ছিলেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা ফারহা।

প্রাণ গোপাল দত্ত আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিয়েছেন। বিএনপি-জামাতের বন্ধ করে দেয়া কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় চালু করেছেন। এখন সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ দেয়া হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বর্তমান সরকারের পদক্ষেপ দেশে বিদেশে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights