আজ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুম্মার দিনে এক আমলে ৮০ বৎসরের গুনাহ মাফ

  • In ধর্ম, বিশেষ সংবাদ
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ০২:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@০২:২৫ অপরাহ্ণ
জুম্মার দিনে এক আমলে ৮০ বৎসরের গুনাহ মাফ

।।বিডিহেডলাইনস ডেস্ক।।

জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হাদিসে এসেছে- হজরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লিখিত দরুদ শরীফ পাঠ করবে, “তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে”।

দোয়াটি হলো-
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’।

জুমার দিনের আরো কিছু আমলের মধ্যে রয়েছে, সুরা কাহাফ তিলাওয়াত করা। হাদিসে এসেছে- জুমার দিনে সুরা কাহফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক। আমীন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights