আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুলাই ২০২৩ @ ১০:২৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুলাই ২০২৩@১০:২৬ পূর্বাহ্ণ
টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

মনিপুর রাজ্যের দুই নারীকে উলঙ্গ করে ঘোরানো একদল পুরুষের ভিডিও ছড়িয়ে পড়ায় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারত। বুধবার ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভারত সরকার মনে করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। যা আইন অনুমোদন করে না। সেকারণে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। বুধবার রাতে ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে। ভারতের আইটি মন্ত্রণালয় জানিয়েছে, ভিডিওটির আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে তারা।

ওই ভিডিওতে দেখা যায়, একদল পুরুষ দুই নারীকে উলঙ্ক করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। নিপীড়ন চালাতে তাদের মাঠে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনাটি ঘটে গত ৪ মে। মাইতি ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর কয়েক দিনের মধ্যে এই ঘটনা ঘটে। মনিপুরে এই দুই জাতিগোষ্ঠীর সংঘাতে ১২০ জনের বেশি নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পুলিশ জানিয়েছে ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, আমরা পুরুষদের চিহ্নিত করতে পেরেছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights