আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নাটোরে হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম: গুরুতর আহত-৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ০৭:১৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@০৭:১৭ পূর্বাহ্ণ
নাটোরে হাসপাতালে ঢুকে কুপিয়ে জখম: গুরুতর আহত-৩

।।নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসা নিতে আসা ৩ যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন- শহরের কান্দিভিটা এলাকার বাসিন্দা আলামিন (২৪), হাবিব (২০) ও আলিম (৩০)।

এদের মধ্যে আলামিন ও হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী মমিন (৩৬) নামে এক যুবক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালের পাশে হেমাঙ্গিনী ব্রিজের ওপরে আলামিন এবং তার ২ বন্ধু হাবিব ও আলিমকে ৬-৭ জন দুর্বৃত্ত পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এতেও ক্রান্ত হয়নি দুর্বৃত্তরা। প্রতিশোধের নেশায় তারা মত্ত হয়ে উঠে। এরপর হাসপাতালে ঢুকে দুর্বৃত্তরা তাদের অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করতে থাকে।

এর এক পর্যায়ে মমিন নামে এক হামলাকারী আহত হন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা হামলাকারীদের বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সামিউল ইসলাম এবং ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. মোঃ রফিকুল ইসলাম বলেন- ”হাবিব ও আলামিনের রগ কেটে দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে”। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ মুঠোফোনে বলেন- হাসপাতালের ভেতরে হামলার বিষয়টি তার জানা নেই। তবে বাইরে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সাথে সাথেই তিনি পুলিশ পাঠিয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights