আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

একটি ডিমের দাম ১লাখ ৫০হাজার টাকা

  • In খোলা জানালা
  • পোস্ট টাইমঃ ১৯ জুন ২০২৩ @ ০১:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুন ২০২৩@০১:৪৫ অপরাহ্ণ
একটি ডিমের দাম ১লাখ ৫০হাজার টাকা

।। ইন্টারন্যাশনাল ডেস্ক।।

অবিশ্বাস্য হলেও সত্য যে, একটি ডিম ১৪০০ ডলারে বিক্রি হয়েছে। যার দাম বাংলাদেশি টাকায় এক লাখ ৫০ হাজার টাকার বেশি। আমরা সাধারণত ডিম যে রকম আকারে দেখি সেটি তেমন নয়। এই ডিমটি ছিল পুরোপুরি গোলাকার। খবরের সূত্র ডেইলি মেইলের।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ রিডার জ্যাকলিন ফেলগেট মেলবোর্নের উলওয়ার্থসের একটি সুপারমার্কেট থেকে ডিম কিনেছিলেন। তিনি বলেন- কার্টুনে আমি একটি গোলাকার ডিম পেয়েছিলাম। গুগল দ্রুত বুঝতে পেরেছিল যে ডিমটি বিলিয়নের মধ্যে একটি। ওই নিউজ রিডার আরও বলেন- নিলামে এটির দাম উঠে ১৪০০ ডলার।

ডিমটি নিয়ে বিশেষজ্ঞরাও কথা বলেছেন। তারা বলেন- এমন ডিম সাধারণত দেখা যায় না। এটি এক বিলিয়নের মধ্যে একটি পাওয়া যায়। ডিমটি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার খোরাক হয়ে উঠেছে।

মজা করে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, বাচ্চাদের এত দামি ডিম না খাওয়াই ভালো। হতভাগ্য মুরগিটি এতদিন এটি লুকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেছেন আরেকজন।

২০১৩সালে একটি অক্ষত এলিফ্যান্ট বার্ড ডিম ৬৬হাজার ৬৭৫পাউন্ডে বিক্রি হয়েছিল। যেটি ক্রিস্টি নিলাম হাউস নিলামে তুলেছিল। এদিকে ডাইনোসরের ডিমের একটি ভালো নমুনার দাম প্রায় উঠেছিল ১৬০০পাউন্ড।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights