আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আজ ডেঙ্গুতে রেকর্ড: একদিনে মৃত্যু ১৩ জন

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ০৯:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@০৯:৪৩ অপরাহ্ণ
আজ ডেঙ্গুতে রেকর্ড: একদিনে মৃত্যু ১৩ জন

।।নিজস্ব প্রতিবেদক।।

আজ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৩জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১হাজার ৫৩৩জন। এ নিয়ে চলতি বছর ১২৭জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৮০জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- সর্বশেষ ২৪ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৭৭৯জন। বাকি ৭৫৪জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনে মারা যাওয়া ১৩জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯জন ও ঢাকার বাইরে ৪জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে- চলতি বছর এখন পর্যন্ত ২৪হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫হাজার ৪৭৬জন ও ঢাকার বাইরে ৮হাজার ৫২৪জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত হয়েছেন এবং যতজনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। জুলাইয়ে ডেঙ্গুতে ৮০জনের মৃত্যুর ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৯জনের মৃত্যু হয়েছিল।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর ২৮১জন। এর আগে ২০১৯সালে মৃত্যু হয় ১৭৯জনের। এ ছাড়া ২০২০সালে ৭জন এবং ২০২১সালে মারা যান ১০৫জন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights