আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ নিহত-২, আহত ৯

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ০৫:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@০৫:১৮ অপরাহ্ণ
দিনাজপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ নিহত-২, আহত ৯

রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জে নাইট কোচের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯ জন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বালুবাহী ট্রাক চালক আকরাম হোসেন (৩৫)। তার বাড়ী পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এবং কোচের শিশু যাত্রী জান্নাত আরা (১২)। সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী ‘মা’ এন্টারপ্রাইজ কোচটি দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চড়ারহাট এলাকায় কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এসময় ৯ জন কোচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাকটি রাস্তা থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাক চালক আকরামের মরদেহ থানা ও শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights