আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধুনটে ট্রাক চাপায় শিক্ষার্থীসহ নিহত-২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০৫:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০৫:২৬ অপরাহ্ণ
ধুনটে ট্রাক চাপায় শিক্ষার্থীসহ নিহত-২

।।বগুড়া (ধুনট)প্রতিনিধি।।

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ট্রাক চাপায় শিক্ষার্থীসহ ধুনটের ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি গ্রামের জহির রায়হানের কলেজ পড়ুয়া মেয়ে ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকের অদূরে এ দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ২ জন নারীসহ মোটরসাইকেল চালক রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা গরু বহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরহী খাদিজা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম ট্রাকের সাথে ঝুলে পড়ে। ট্রাক চালক ঝুলন্ত কলেজ শিক্ষার্থীকে নিয়ে উপজেলার ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ট্রাকটি আটকসহ কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে।

মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস জানান, পুলিশ কর্তৃক মৃতদেহ হস্তান্তরের পর রবিবার দুপুরে নিহতদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। চালক পালিয়ে গেছে। এ সংক্রান্ত যাবতীয় আইনী প্রক্রিয়া হাইওয়ে পুলিশের অধিনে রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights