আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হিন্দি সিনেমায় মধুমিতা সরকার: ভাষা নিয়ে চিন্তিত

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ০৬:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@০৬:৪০ অপরাহ্ণ
হিন্দি সিনেমায় মধুমিতা সরকার: ভাষা নিয়ে চিন্তিত

।।বিনোদন প্রতিবেদক।।

অভিনয় দক্ষতা ও সৌন্দর্য গুনে টলিউড জয় করার পর এবার বলিউড মাতাতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার । বহুদিন ধরেই গুঞ্জন চলছিল মধুমিতা মুম্বাই যাচ্ছেন। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন বহু অভিনেতা। আর এবার সেই তালিকায় নাম লেখালেন সকলের প্রিয় মধুমিতা। তবে হিন্দি সিনেমা হলেও ভাষা ভোজপুরী হওয়ায় চিন্তিত বাঙালী এ অভিনেত্রী ।
ছবিতে নিজের যৌনদৃশ্য নিয়ে অকপট মধুমিতা

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী- এর আগে মধুমিতা জানিয়ে ছিলেন হিন্দি সিনেমায় কাজ করার কথা। মধুমিতা বলেছিলেন- বেশকিছু কাজের জন্য কথা হয়েছে। তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছে কিচ্ছু বলতে চাই না। তবে এখন জানা যাচ্ছে অভিনেতা তনুজ ভিরওয়ানির সঙ্গে ‘ফর্জ’ নামে একটি সিনেমায় কাজ করতে চলেছেন মধুমিতা। এর আগে ‘ইনসাইড এজ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন তনুজ। সানি লিওনের সঙ্গেও একটি ছবিতে কাজ করেছেন তিনি।
অভিনেত্রী মধুমিতা সরকার কি এবার বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন? জানুন বিস্তারিত » Najarbandi | Read Latest Bengali News, Bangla News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর

হিন্দুস্তান টাইমস বাংলাকে মধুমিতা বলেন, বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এর ‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও সিনেমাটি আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের এই সিনেমা হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন। তার উপর আবার একটা বাংলা ছবির শ্যুটিংও রয়েছে। সেই বাংলা ছবির কাজ কিছুটা করে আগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হিন্দি ছবি ‘ফর্জ’-এর কাজ শুরু করব। তারপর আবারও এসে বাংলা ছবির বাকিটা শ্যুট করব। এছাড়া ছবির গল্প নিয়ে মধুমিতা বলেন- “ফর্জ’ একটা কমেডি এবং ইমোশনাল গল্প। ছবিতে আমি একজন সরপঞ্জির মেয়ে। এটা যে ধরনের গল্প, সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাতেও শুট হওয়ার কথা রয়েছে। তবে এর বেশি কিছু এখনই বলতে পারব না।”
Madhumita Sarcar: চাবুকের মতো ধারালো ফিগার! খোলা উরুতে 'রহস্যময়' ট্যাটু! লাস্যময়ী টলি নায়িকা যেন আগুন| tollywood actress madhumita sarcar posted a super bold photo on her social ...

জানা গেছে, এই ছবির গল্প বিহারের পটভূমিকায় একটা প্রেমের গল্প। নায়ক-নায়িকার এই প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে তার বাবা। মধুমিতা-তনুজ ছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব, মুস্তাক খান প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights