আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হলিউডে ধর্মঘট চলতে পারে বছরজুড়ে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ১০:৩১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@১০:৩১ পূর্বাহ্ণ
হলিউডে ধর্মঘট চলতে পারে বছরজুড়ে

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট প্রত্যক্ষ করছে বিশ্ব চলচ্চিত্রের রাজধানী বলে পরিচিতি হলিউড। চিত্রনাট্যলেখকদের এই ধর্মঘটে যোগ দিয়েছেন জেসন সুদাইকিস, সুসান সারানডোনসেহ হাজার হাজার অভিনেতা। ধর্মঘটের সময় অভিনেতারা চলচ্চিত্রে অভিনয় কিংবা এই সময়ে চলচ্চিত্রের প্রচার কাজে যুক্ত থাকাও বন্ধ রাখবেন। এই ধর্মঘটের কারণে অ্যাভাটার এবং গ্লাডিয়েটরের সিক্যুয়েলের মতো চলচ্চিত্রের কাজ আক্রান্ত হতে পারে।

গত মে মাস থেকে কাজে বিরত রয়েছেন চিত্রনাট্যলেখকেরা। মজুরি, কর্ম পরিস্থিতি এবং শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে উদ্বিগ্ন চিত্রনাট্যলেখকদের সেই ধর্মঘটে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতারা।

এইচবিও-এর সাকসেশন সিরিজের শীর্ষ অভিনেতা ব্রায়ান কক্স জানিয়েছেন, এই ধর্মঘট বছরের শেষ নাগাদ চলতে পারে। পুরো স্ট্রিমিং বিষয়টি বদলে গেছে। তারা আমাদের নিথর করার চেষ্টা করছে এবং মাটিতে ফেলতে চাইছে, কারণ স্ট্রিমিং থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা যাবে আর আকাঙ্ক্ষা হলো লেখক কিংবা অভিনেতাদের সঙ্গে ভাগ করা হবে না।

গত বৃহস্পতিবার স্টুডিওগুলো এবং স্ট্রিমিং জায়ান্টদের মধ্যে নতুন চুক্তির আলোচনা ভেঙে যায়। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অভিযোগ তোলে অ্যালায়েন্স অব মোশন পিকচার এবং টেলিভিশন প্রসিডিউসররা (এএমপিটিপি) ‘ন্যায্য চুক্তির প্রস্তাব দিতে অনিচ্ছুক।’

মধ্যরাতে প্রায় এক লাখ ৬০ হাজার অভিনেতা কাজ বন্ধ করে দেন এবং তারা রাইটারস গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ১১,৫০০ সদস্যের সঙ্গে যোগ দেন। গত ২ মে ধর্মঘট করছেন ডব্লিউজিএ সদস্যরা।

শুক্রবার দুপুরে ইউনিয়ন সদস্য এবং তাদের সমর্থকেরা লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক এবং অন্য বড় শহরগুলোতে বড় বড় স্টুডিও এবং স্ট্রিমিং সেবার কার্যালয়ের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা চলচ্চিত্র এবং টেলিভিশন ব্যবসার বেশ কয়েকজন বড় বড় সেলিব্রেটির সমর্থন পেয়েছেন।

বিক্ষোভকারী জোট দুটি চাইছে স্টুডিও এবং স্টিমিং সেবাগুলো আরও ভালো মজুরি প্রস্তাব দিক, রয়্যালিটির পরিমাণ বাড়াক, অবসর সুবিধা এবং স্বাস্থ্য পরিকল্পনায় বাড়তি অবদান রাখুক এবং শিল্পে এআই ব্যবহারের বিরুদ্ধে যথেষ্ট রক্ষাকবচ রাখুক।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights