আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলনায় প্রবেশ পথেই ময়লা আবর্জনার স্তূপ: ভোগান্তি চরমে

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৭:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৮:০৪ অপরাহ্ণ
খুলনায় প্রবেশ পথেই ময়লা আবর্জনার স্তূপ: ভোগান্তি চরমে

।।খুলনা প্রতিনিধি।।

খুলনা শহরের প্রবেশদ্বারের গল্লামারি ব্রীজের দুই পাশে জমে আছে ময়লার পাহাড়। নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা। যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। এতে দুর্ভোগে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা। ছড়িয়ে পড়ছে রোগ বালাইসহ নানান সমস্যা। সমস্যা নিরসনে সঠিক ময়লা ফেলার ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের।

আজ শুক্রবার ১৪ই জুলাই সকাল ৯ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, খুলনা গল্লামারি ব্রিজের আশেপাশে ও ব্রিজের নিচে রাস্তায় ময়লা আবর্জনার এক অস্বস্তিকর পরিবেশ। খুলনায় ঢোকার প্রবেশদ্বারে রাস্তায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে চলাচলে কষ্ট হচ্ছে এলাকাবাসীর। গল্লামারি ব্রিজের পাশেই রয়েছে গল্লামারি কাঁচা সবজি ও মাছ বাজার। বিভিন্ন শ্রেণীর মানুষ কেনাকাটা করতে আসেন। তবে ময়লা আবর্জনার গন্ধে ক্রেতারা এখানে বেশীক্ষণ থাকতে পারে না। নিয়মিত সিটি কর্পোরেশন ময়লা নিলে হয়তো দুর্গন্ধ কিছুটা কম হতো কিন্তু সেটাও নেওয়া হয় না।

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন বলেন, এই সড়কের পাশ দিয়েই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। একাধিক স্কুলে যাওয়ার পথ। ফলে এই সড়ক দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু ময়লা আবর্জনার গন্ধে এ পথে যাতায়াত করতে মানুষের দুর্ভোগ হচ্ছে। এ জায়গা থেকে ডাস্টবিন সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights